কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এলাকা বাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে বাসস্ট্যান্ড হয়ে মিছিল সহকারে কলেজ গেইটস্থ ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে মানববন্ধনে মিলিত হন।
মানববন্ধনে বক্তারা- এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমলে ও ডিজিএমের অপসারণ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বড় ধরণের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।
বক্তারা আরো বলেন, ঈদগাঁও উপজেলার বহু গ্রাম বিদ্যুতের ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখানে বিদ্যুৎ থাকেনা বলেই চলে। সপ্তাহের ছুটির দিনেও নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সভায় বক্তব্য রাখেন,এনসিপি নেতা তারেকুর রহমান, রহিম চৌধুরী, ছাত্রদল নেতা হাবিব আজাদ, সংবাদকর্মী মিছবাহ উদ্দিন, নাছির উদ্দীন ও মনির আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত কদিন ধরে গরমের সঙ্গে তীব্র হয়ে উঠে পল্লী বিদ্যুৎ সমিতির অসহনীয় লোডশেডিং অতিষ্ঠ ঈদগাঁওবাসী। বিঘ্নিত হচ্ছে এলাকাবাসী দৈনন্দিন জীবন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন অনেকে। চরম লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীদের প্রিন্ট, লেমিনিটিং মেশিন, বাসা বাড়ির ফ্রিজ, এসি, টিভি ও কম্পিউটারসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশিসময় বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সেবা ও বিঘ্নিত হচ্ছে।