1. marafatchowdhury62@gmail.com : ভোরের কণ্ঠ : ভোরের কণ্ঠ
  2. mdzahidlama@gmail.com : vorerkantho : vorerkantho
  3. info@www.vorerkantho.com : ভোরের কণ্ঠ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র লাইলাতুল মেরাজ আজ মহেশপুরে বিধবাকে কোমল পানির সাথে চেতনানাশক খাইয়ে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটেছে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন  চকরিয়া সড়ক দুর্ঘটনায় ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব সহকারী নিহত চকরিয়ায় কৃষি জমি কেটে টপসয়েল লুট মাটিখেকো চক্রকে দুই লাখ টাকা জরিমানা পোস্টাল ব্যালটে ” ধানের শীষ ” প্রতিক নিয়ে ইসির ব্যাখ্যা সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা চকরিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার মরহুম প্রবীণ সাংবাদিক এসএম হান্নান শাহ ‘র পরিবারের পাশে চকরিয়ার ইউএনও চট্টগ্রাম বন্দরে ৯ জুলাইযোদ্ধার চুক্তিভিত্তিক নিয়োগ

লামায় কোটি টাকার চারা ও ৩০ জনের কর্মসংস্থান: ‘সাইমুম নার্সারি’র হাত ধরে নুরুজ্জামানের অভাবনীয় সাফল্য

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ছোট থেকে শুরু করে আজ কোটি টাকার চারা এবং ৩০ জনের কর্মসংস্থান নিয়ে সফল নার্সারি উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন বান্দরবানের লামা পৌরসভার ৯ নং ওয়ার্ড হরিণঝিরি গ্রামের মো. নুরুজ্জামান। তার প্রতিষ্ঠিত ‘মেসার্স সাইমুম নার্সারি’ শুধু লামা নয়, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে সবুজের বার্তা।২০০১ সালে আলীকদম-লামা সড়কের পাশে নিজস্ব দুই একর জমিতে মাত্র সামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু হয়েছিল ‘মেসার্স সাইমুম নার্সারি’র। শুরুতে ছোট পরিসরে ফুল, ফল ও বনজ বৃক্ষের চারা উৎপাদন করলেও, নুরুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টা এবং দূরদর্শিতায় আজ এটি এক বিশাল বৃক্ষ সম্পদে পরিণত হয়েছে। বর্তমানে তার তিনটি নার্সারি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ১ কোটি টাকার ফুল, ফল এবং বনজ চারা মজুত রয়েছে। নুরুজ্জামানের নার্সারিতে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করছেন। এদের মধ্যে ১০ জন নারী, ১২ জন পুরুষ, ৪ জন মার্মা এবং ২ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এই বিশাল কর্মীবাহিনী তাদের জীবিকা নির্বাহের পাশাপাশি নিজেদের পরিবারকেও সহায়তা করছেন। শুধু তাই নয়, প্রতি বছর মসজিদ, মাদ্রাসা এবং স্কুল প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ করে নুরুজ্জামান তার সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।’মেসার্স সাইমুম নার্সারি’তে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফুল ও ফলের চারা পাওয়া যায়। কমলা লেবু (দার্জিলিং, চায়না, নাগপুর, সিলেট নেট), ম্যান্ডোলিনা, মাল্টা (পায়সা, ব্যারাকাটা), লেবু (১২ মাসি কাগজি, থাই কাগজি, সুগন্ধি, ইন্ডিয়া ১২ মাসি কাগজি), পেয়ারা (থাই), লটকন, লিচু (চায়না ৩, বেদানা, মোজাফফর), থাই জামরুল, সাবেদা (দেশি-বিদেশি), কদবেল (দেশি, কলম), কুল (নারকেল, দেশি-বিদেশি), আম (বিভিন্ন প্রকার), জলপাই, আমলকি, সুপারি এবং নারকেল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নত জাতের চারা সংগ্রহ করে এবং নিজস্ব উৎপাদনে জোর দিয়ে নুরুজ্জামান তার নার্সারিকে বৈচিত্র্যময় করে তুলেছেন।ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক থেকে মোট ৪০ লক্ষ টাকা ঋণ নিয়ে নুরুজ্জামান তার নার্সারির সম্প্রসারণে সফল হয়েছেন। তার এই সাফল্য বিভিন্ন ক্ষেত্রে তাকে পুরস্কৃত করেছে, যা তার উদ্যোক্তা জীবনে অনুপ্রেরণা জুগিয়েছে। নুরুজ্জামান জানান, প্রথমদিকে ছোট আকারে শুরু হলেও ২০০১ সাল থেকে তিনি এটিকে শিল্প আকারে রূপান্তরের পরিকল্পনা হাতে নেন। বর্তমানে তার তিনটি নার্সারিতে ১ কোটি টাকার ফলজ, বনজ এবং সৌন্দর্য বর্ধনকারী চারা রয়েছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তার নার্সারি থেকে চারা সংগ্রহ করে। তিনি চারা কেনার পাশাপাশি গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শও দিয়ে থাকেন।মো. নুরুজ্জামানের এই উদ্যোগ শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয়, এটি দেশের কৃষি অর্থনীতিতে এক মূল্যবান সংযোজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট