কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ গজালিয়ার দুই শহীদদের শ্রদ্ধা জানাতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। তারা হল নুরুল আমিন ও নুরুল মোস্তফা। ইউনিয়নের গজালিয়া বাজার সংলগ্ন স্থানে ২৫ জুলাই বিকেলে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ নুরুল আমিন জুলাই স্মৃতি সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নুরুল আমিনের বয়োবৃদ্ধ পিতা ছৈয়দ নুর। নুরুল মোস্তফার পিতা শফিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-রামু- ঈদগাঁও আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) পেয়ার আহমদ, ঈদগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুল আজিম, ছৈয়দ নুর, স্থানীয় মেম্বার জুবায়েদ উল্লাহ জুয়েল, ব্যবসায়ী আবু তৈয়ব চৌধুরী, মাওলানা দিদারুল ইসলাম, জামায়াত চট্টগ্রাম নগর স্বাস্থ্য বিভাগের টিম সদস্য হাফেজ মহিউদ্দিন, স্থানীয় মাদ্রাসার সুপার আমির হোছাইন, জামায়াত নেতা মাওলানা সরওয়ার কামাল।উপস্থিত ছিলেন স্থানীয় অনেকে।
স্মরণ সভার আলোচকরা ‘ইসলামাবাদ গজালিয়া সড়ককে শহীদ নুরুল মোস্তফার নামে ও নবনির্মিত ‘গজালিয়া ব্রীজকে শহীদ নুরুল আমিনের নামে নামকরণের জোর দাবি জানান। বক্তারা শহীদদ্বয়ের স্মৃতি সংরক্ষণসহ তাদের পুরো পরিবারের পুনর্বাসনের দাবিও জানান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হিজবুল্লাহ জাহান।