নেজামে ইসলাম পার্টি, ঈদগাঁও উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আজ ২৪ জুলাই ( বৃহস্পতিবার) বাদ যোহর মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। প্রধান বক্তা ছিলেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
এই সভায় সর্বসম্মতিক্রমে গঠিত আহবায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহবায়ক মাওলানা হাফেজ নুরুল আবছার, যুগ্ম আহবায়ক মাওলানা ফরিদুল আলম, মাওলানা কবির আহমদ, সদস্য সচিব মাওলানা হাফেজ মিজানুল হক, সদস্য মাওলানা ইউছুফ, মাওলানা মুহিব্বুল্লাহ, মাওলানা নুরুল বশর, মাওলানা নাসির উদ্দীন, হাফেজ সাহাব উদ্দিন, মাওলানা মোস্তফা কামাল প্রমুখ।
সভায় প্রধান অতিথি মাওলানা ইয়াছিন হাবিব বলেন, ফ্যাসিবাদি অপশক্তি ঘোলা পানিতে মাছ শিকার করে পুনরুত্থানের অপচেষ্টা করছে। এমতাবস্থায় ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে রাজনৈতিক শিষ্টাচারিতা ও মানবিক সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ অবস্থান ধরে রাখতে হবে। নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে অপশক্তির পুনরুত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।