চকরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার: আরাফাত চৌধুরী
প্রকাশ: 4 months ago

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টার দিকে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই এলাকার কালা মনুর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, সকালে বাড়ির বৈদ্যুতিক সুইচবোর্ডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে মারা যায় আলাউদ্দিন।

চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুস শফি বিষয়টি নিশ্চিত করেন। ‎বিদ্যুৎস্পৃষ্টে আলাউদ্দিন মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ‎###