চকরিয়া বরইতলীতে ভূমিদস্যুদের তান্ডব ফসল ক্ষেত নষ্ট করে জমি দখলের চেষ্টা

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ১ মাস আগে

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ভুমিদস্যুদের তান্ডব চালিয়ে এক ব্যক্তির ৪০ শতক জমির ঢেঁড়শ ক্ষেত গুড়িয়ে দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার(২৫ জুলাই) সকালে ইউনিয়নের ২ নং ওয়ার্ড হিন্দুপাড়া টাইম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জমির মালিক নিরুপম সেন জানান, বিগত ২০১৭ সালের ৪ এপ্রিল মাসে উপজেলার বরইতলী হিন্দুপাড়া এলাকার দীন বন্ধুর পুত্র দুলু কুমার দাশের কাছ থেকে খরিদ সুত্রে ৪০ শতক জমি ক্রয় করে দখলে আছে। উক্ত জমি ক্রয়ের পর সরকারি খাজনা আদায় ও নামজারি খতিয়ান সৃজনসহ ভোগ দখল অব্যহত আছি।
ভূক্তভোগী আরো বলেন, তিনি চট্টগ্রাম শহরে একটি কোম্পানীতে জীবিকার তাগিতে বেসরকারী চাকুরি করার সুবাদে উক্ত জমি স্থানীয় কৃষকদের কাছে লাগিয়ত করে দখল অব্যাহত রাখেন।
তিনি আরো অভিযোগ করেন, ভূমিদস্যুরা তার অনুপস্থিতে উক্ত জায়গা জবর- দখলের চেষ্টা করে। এছাড়া বিভিন্ন জায়গায় তারা উক্ত জমি দখলে নিতে হুমকি ধমকি দিতে শুরু করে। এতে তিনি ভূমিদস্যুদের কবল থেকে উক্ত জমি রক্ষার্থে ও নিজের জীবন রক্ষার্থে গত ২৩ জুলাই কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) ফৌজদারী আদালতে এম,আর ১৬৭/২৫ মামলা দায়ের করেন।
এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ভূমিদস্যু বরইতলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নরেশ চন্দ্র দের পুত্র রাম ধন দের নেতেৃত্বে ক্লিনটন দে, দুলু কুমার দাশ, কায়সার উদ্দিন জোসেফ, ইসহাক, সঞ্জয় চক্রবর্তীসহ বেশ কয়েকজন ভাড়াটিয়া লোকজন দিয়ে উক্ত জমির ঢেঁড়শ ক্ষেত গুড়িয়ে দিয়ে প্রায় লাখ টাকার ক্ষতি সাধান করে।
অভিযোগের ব্যাপারে রামধন দে’র কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, নিরুপম সেনের সাথে তার ৭ কড়া জমির বিরোধ রয়েছে। তবে ক্ষেত নষ্ট করার বিষয়টি তিনি জানেন না।
এ ব্যাপারে ভূক্তভোগী নিরুপম সেন সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।