বান্দরবানে শাস্তিযোগ্য পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

লেখক: মোঃ আলমগীর হোসেন, বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

 

বান্দরবানে অপরাধী শাস্তিযোগ্য পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন আদিবাসী ছাত্র সমাজ।
মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানকে বান্দরবানে পদায়ন বাতিলের দাবি উঠেছে। আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।রোববার (২৭ জুলাই) সকাল ১০টায় বান্দরবান মুক্তমঞ্চের সামনে আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই জেলায় সদ্য যোগদানকৃত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান একজন চরিত্রহীন মানুষ। সে পূর্বের কর্মস্থল মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীদেরকে কুপ্রস্তাব দেওয়ায় তার বিরুদ্ধ অভিযোগ আছে। বর্তমানে সে বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন হয়েছে। তার যোগদান বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।
বক্তারা বলেন, বান্দরবান একটি সম্প্রীতির ও পর্যটন জেলা। এখানে কেন প্রতিবার বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত কর্মচারীদেরকে শাস্তিযোগ্য বদলি করা হবে !
তার মানে কি এ জেলায় সব কর্মকর্তারা নানাভাবে অপরাধী! নাকি এই জেলার কর্মকর্তারা অন্যজেলার অপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা। সুতরাং দ্রুত সময়ের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান বদলি বাতিল করতে হবে। আগামীতে যেন আর কোন শাস্তিযোগ্য ব্যক্তিকে বান্দরবানে বদলি না দেওয়া হয়, সেদিকে নজর দেওয়ার জন্য দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সভাপতি উশৈহ্লা মারমা -এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াংসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা।
প্রসঙ্গত: গত ২৩ জুলাই নিজ আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বিরুদ্ধে। এরপরেই মনিরুজ্জামান খানকে বান্দরবানে বদলি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের ওয়েবসাইটে প্রজ্ঞাপন
প্রকাশ করা হলে, ক্ষোভে ফেটে পড়ে বান্দরবানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।