জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার ৫০ হাজার ইয়াবাসহ আটক ১

লেখক: ওমর ফারুক, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১ মাস আগে

 

কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ায় পালংখালরীতে মাছ ধরার ছদ্মবেশে টেকনাফ হোয়াইক্যং এর শামসুল আলমকে ৫০ হাজার ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) ২৮ জুলাই বিকেল আনুমানিক ৬ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র টহল দল কর্তৃক বিআরএম-১৯ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমানপাড়া বেড়ীবাধে স্থানে অবস্থান করে। আনুমানিক ২ টা ৫০ মিনিটে  ০২ জন জেলে সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখলে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং জেলের ছদ্মবেশে থাকা মোঃ শামসুল আলম(৩৫), পিতা-মোঃ ভুলু মিয়া, গ্রাম-হোয়াইক্যং, ডাক-হোয়াইক্যং ও জেলা-কক্সবাজারকে আটক করে। পরবর্তীতে ধৃত ব্যক্তির ঘাড়ে ঝোলানো কালো রঙ্গের একটি ব্যাগের মধ্যে পাঁচ কাট সর্বমোট ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।###