শিশু শহিদদের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ ও নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের শাকের মোহাঃ কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা – ২০২৫”।
৩১ জুলাই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে ছিল কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন — যাতে অংশ নেয় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। শিশুদের শিল্পচর্চা ও মননের বিকাশে এ আয়োজন নতুন মাত্রা যোগ করে।
প্রতিযোগিতা শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় অভিভাবক, সমাজসেবক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহিরুল আলম বলেন,“এই অনুষ্ঠান শুধু শিশুদের জন্য প্রতিযোগিতার ক্ষেত্র নয়, বরং তাদের হৃদয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগিয়ে তুলতেই আমাদের এই প্রয়াস। শিশু শহিদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা।”
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ইতিহাস সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার পথকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই।