চকরিয়ার কৈয়ারবিল বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ১ মাস আগে

 

কক্সবাজারের চকরিয়া কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির নব গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় কৈযারবিল ইউনিয়ন পরিষদ সংলগ্ন চৌধুরী মার্কেটের ইউপি বিএনপি কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির আহবায়ক শেকাব উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মাস্টার আবু ইউসুফ মুহাম্মদ ইয়াহিয়ার সঞ্চালনায়  এ পরিচিতি সভার কার্যক্রম শুরু হয়।
এতে নবগঠিত কমিটির উপদেষ্টার মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার শওকত ওসমান, নূরুল ইসলাম, ছৈয়দ আহমদ ও আক্তার আহমদ।
উক্ত পরিচিতি সভায় যুগ্ন আহবায়কের পক্ষ থেকে বক্তব্য রাখেন মামুনুর রশিদ মামুন,আবু নাঈম, জসিম উদ্দিন এতে মূল বক্তব্য উপস্থাপন করেন নবগঠিত কমিটির সম্মানিত সদস্য ও চকরিয়া প্রেস ক্লাব সভাপতি এ এম ওমর আলী এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত ওসমান ।

নব গঠিত কমটির উপদেষ্টা সদস্য মাস্টার মুহাম্মদ শওকত ওসমান বলেন ৩১ জন বিশিষ্ট কমিটি গত ২৫ জুলাই উপজেলা বিএনপি বিএনপি অনুমোদন করে।

বক্তারা জানান আমাদের মধ্যে কোন বিভেদ নেই।আমরা সালাহউদ্দিন উদ্দিন আহমেদের ভ্যানগার্ড।

 

এদিন নবগঠিত কমিটির আহবায়ক শেকাব উদ্দিন ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে পাঁচজন বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে কৈয়ারবিল বিএনপিকে গতিশীল ও শক্তিশালী করার আশাবাদ ব্যাক্ত করেন।