আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঈদগাঁওতে আলোচনা সভা অনুষ্ঠিত 

লেখক: ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

 

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি শীর্ষক প্রতিপাদ্য জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঈদগাঁওতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ই আগষ্ট সকাল সাড়ে এগারটায় জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা প্রশাসন,যুব উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইলিয়াস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির অংশ নেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা।

আমন্ত্রিতদের মাঝে উপস্থিত ছিলেন, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মছিউর রহমান,
ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, পোকখালী ইউপি পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছৈয়দনুর ও রাজনৈতিক  ব্যাক্তি শামসুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্ম কর্তারা। এতে বক্তব্য রাখেন, দুজন সফল উদ্যােক্তা।

উপস্থিত ছিলেন, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর,মেহের ঘোনা যুব একতা পরিষদের পরিচালক ফাহিম সহ নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

জনবল সংকটের কারনে এখনো কার্যক্রম শুরু করতে পারেননি বলে যুব উন্নয়ন কর্মকর্তা তিনি তাঁর বক্তব্য উল্লেখ করেন।