পেকুয়ায় ইউপি চেয়ারম্যান এনাম পুলিশের জালে

রিপোর্টার: আরাফাত চৌধুরী
প্রকাশ: 3 months ago

কক্সবাজারের পেকুয়ায় খায়রুল এনাম (৫৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পেকুয়া থানা পুলিশের একটি দল উপজেলার মগনামার মহুরীপাডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খায়রুল এনাম কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগের মগনামার এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে।