
কক্সবাজারের রামুতে বজ্রপাতে সিরাজুল হক (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় রামুর উপজেলার গর্জনিয়া ইউনিয়নের খালেকুজ্জামান সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউজপাড়ার হাফেজ আহমদের পুত্র।
সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু জানান, বিকালে শ্রমিক সিরাজুল হক জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আহত অবস্থায় পার্শ্ববতী বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
Related