চকরিয়ায় ট্রাক – যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক হারবাং এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক – যাত্রীবাহী বাস স্টার লাইন মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মোহাম্মদ সাজ্জাদ( ২৮) গুরুতর আহত হয়েছে।

বুধবার ( ১৩ আগস্ট) দুপুর ১২ টা ১৫ মিনিটে হারবাং এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, চিরিংগা হাইওয়ে থানার (ওসি) আরিফুল আমিন।
তিনি ভোরের কণ্ঠকে বলেন, চট্টগ্রাম হইতে কক্সবাজার গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ঢাকা( মেট্রো ট- ২০- ৩৮৪৪) এবং কক্সবাজার হইতে চট্টগ্রামগামী স্টার লাইন এসি বাস( মেট্রো ব ১৫-২৩৩৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক মোঃ সাজ্জাদ(২৮) গুরুতর আহত হয়। তিনি লোহাগাড়া থানার বিল্লা পাড়ার শামসুল আলমের পুত্র।

তিনি আরও বলেন, বাসের যাত্রীর কোন হতাহত হয় নি। ট্রাকের চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে । সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তা থেকে সরানোর জন্য কাজ চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া চলছে।