চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জের সামনে রাতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালো ঈদগাঁওয়ের দুই টকবগে যুবক। বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে দূর্ঘটনা সংগঠিত হয়।
নিহতরা হল- কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জালালাবাদের পালাকাটার আবদু শুক্কুরের পুত্র রাকিব ও সদর ইউনিয়নের কানিয়াছড়া নিবাসী শামশুল ইসলামের পুত্র জিহাদ। তারা দুইজনই মামাতো-ফুফাতো ভাই বলে জানা যায়।
নিহত রাকিবুল ইসলামের বড়ভাই জানান, গেল বৃহস্পতিবার রাতে ৬ বন্ধু তিন মোটরসাইকেলে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু মহা সড়কের জাঙ্গালিয়া এলাকায় একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
নিহত রাকিব ও জিহাদের পরিবারের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা কান্নায় বাকরুদ্ধ,আনন্দময় সেই স্বপ্নযাত্রা মুহূর্তে শেষ হয়ে গেলো।