ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

লেখক: ভোরের কণ্ঠ
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

কক্সবাজারের চকরিয়া উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ১৬ আগষ্ট) বিকাল ৩ টার সময় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপান খালী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন ও যুগ্ম আহবায়ক সিরাজ উদ্দিনের সঞ্চালনায় উপরোক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলন ও কাউন্সিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এনামুল হক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মোবারক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউছুপ বদরী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ আলম সিকদার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম মনজুর আলম,চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মানিক,কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমেদ উজ্জ্বল, কক্সবাজার জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট মোহাম্মদ ইউনুছ, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাকন, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ও ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির নেতা সাইফুল ইসলাম খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন সিকদার, বরইতলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ এডভোকেট মঈনুল হোসেন ইমু,হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুবেল সিকদার, মালুমঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক, চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফোরকানুল ইসলাম, চকরিয়া উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, চকরিয়া উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন লাল্টু, চকরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম, চকরিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নাম জমা দেওয়া হয়। খুব শীগ্রই কমিটি ঘোষণা করা হবে।###