চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গুলাগুলিতে একব্যক্তি নিহত, গুলিবিদ্ধ-২

লেখক: ভোরের কণ্ঠ
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গুলাগুলিতে শেখাব উদ্দিন (৩৮) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও দুইব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (১৬ আগষ্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। শেখাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে।

স্থানীয় লোকজন জানায়, রাত সাড়ে ১১টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন সংলগ্ন রাবারড্যাম এলাকায় গোলাগুলির শব্দ শোনা যায়। সেখানে শেখাব উদ্দিন নামে একব্যক্তির গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনারদিন রাত প্রায় ৯টার দিকে শেখাব উদ্দিনসহ তার কয়েকজন বন্ধু মিলে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোণা এলাকার এক জনপ্রতিনিধিদের বাড়িতে দাওয়াত খেতে যান। রাতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সাহারবিল ইউনিয়নের রামপুর আবাসন এলাকায় পৌছামাত্র ৪-৫জন অস্ত্রধারী তাদের পথ গতিরোধ করে। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে গুলাগুলি হলে ঘটনাস্থলে শেখাব উদ্দিন মারা যান। ওইসময় তার সাথে থাকা জিয়াবুল সহ আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ও থানার তদন্ত কর্মকর্তা মো. ইয়াসিন মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তার পায়ে গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করে সংশ্লিষ্টদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এছাড়া শেখাব উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে বলে ওসি জানান। ##