তরুণ সাংবাদিক ফয়সাল আলম সাগর..

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

 

তরুণ প্রজন্মের মাঝে সাংবাদিকতার প্রতি আগ্রহ বাড়ছে, আর সেই ধারার অন্যতম এক নাম ফয়সাল আলম সাগর। তিনি বর্তমানে দৈনিক নবচেতনা পত্রিকার কক্সবাজার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কক্সবাজারের স্থানীয় সমস্যা, উন্নয়ন, সামাজিক অবস্থা, অপরাধ, পর্যটন ও সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে তিনি নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন। তাঁর কলমে উঠে আসে সাধারণ মানুষের কথা, যেগুলো প্রান্তিক পর্যায়ের পাঠকের কাছে সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতিচ্ছবি তুলে ধরে।

ফয়সাল আলম সাগর বিশ্বাস করেন—“সত্য সংবাদই সমাজ পরিবর্তনের হাতিয়ার।” তাই নিরপেক্ষতা, পেশাগত সততা ও দায়িত্বশীলতা নিয়েই তিনি সাংবাদিকতা করে যাচ্ছেন।

অল্প সময়ের মধ্যেই তিনি পাঠক, সহকর্মী ও সংবাদপ্রেমীদের কাছে একজন প্রতিশ্রুতিশীল সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। কক্সবাজার জেলার নানা সমস্যা-সম্ভাবনা, বিশেষ করে পর্যটন খাতের উন্নয়ন ও স্থানীয় জনজীবনের চিত্র তুলে ধরতে তিনি সবসময় সক্রিয় থাকেন।

তরুণ বয়সেই সাংবাদিকতায় সক্রিয় হয়ে ওঠায় তাঁর সামনে রয়েছে দীর্ঘ পথচলা। পাঠক ও সহকর্মীরা আশা করছেন—ফয়সাল আলম সাগর তাঁর কলমের মাধ্যমে দেশের সাংবাদিকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন।