আগামী ২৩ আগষ্ট কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষে চকরিয়া উপজেলা ওলামাদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ আগষ্ট) বিকাল ৪ টার সময় চকরিয়া সরকারি কলেজ হলরুমে কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম-আহবায়ক মাওলানা আনিছুর রহমান চৌধুরী সভাপতিত্বে এবং কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক কাজী আবু তৈয়ব ও চকরিয়া উপজেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা আবদু সালামের যৌথ সঞ্চালনায় উপরোক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা আলী হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ মনজুর আলম, চকরিয়া উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা এডভোকেট ইয়াসির আরফাত, কক্সবাজার জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আবদুল মালেক জিহাদী,কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা জয়নাল উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা জাহের শাহ, কক্সবাজার জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা আব্দুল গফুর চৌধুরী, চকরিয়া উপজেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মিজানুর রহমান, চকরিয়া উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা হাফেজ নুরুল আবছার, চকরিয়া উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা খলিলুর রহমান, পেকুয়া উপজেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মওলানা জাহাঙ্গীর আলম ও কক্সবাজার জেলা ওলামাদলের সদস্য মাওলানা সরোয়ার কামাল।
এছাড়া চকরিয়া উপজেলা,পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওলামাদলের অসংখ্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা আলী হাসান চৌধুরী বলেন, আগামী ২৩ আগষ্ট চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সে সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষে কক্সবাজার জেলা ওলামাদল ও চকরিয়া উপজেলা ওলামাদল যৌথ উদ্যোগে হাজার হাজার ওলামাদলের নেতাকর্মীগণ উপস্থিত হয়ে সম্মেলনকে সফলমন্ডিত করবে। এছাড়া ওলামাদলের নেতাকর্মীগণ সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষে বিভিন্ন সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্ব পালন করে যাচ্ছে।
কক্সবাজার জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ মনজুর আলম বলেন, চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল বাংলাদেশের একটি স্মরণীয় সম্মেলন হিসেবে বিবেচিত হবে। এখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি হচ্ছেন কক্সবাজারের বরপুত্র। সে জন্য উপরোক্ত সম্মেলন ও কাউন্সিল সবাইকে মিলে সফল করতে হবে।
চকরিয়া উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা এডভোকেট মাওলানা ইয়াসির আরফাত বলেন, চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হচ্ছে আমাদের সম্মেলন। এই সম্মেলন আমাদেরকে সফল করতে হবে। তাই সম্মেলনকে সফল করতে হলে আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, অবহেলিত আলেম ওলামাদের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং স্বসম্মানে সমাজে বসবাস করার জন্য আমি কাজ করে যাচ্ছি। সৎ কাজে সহযোগিতা করা ও অসৎ কাজে নিষেধ করা হচ্ছে আমার রাজনৈতিক উদ্দেশ্য।
উক্ত প্রস্তুতির সভার শেষে কক্সবাজার জেলা ওলামাদলের নেতৃবৃন্দ এবং চকরিয়া উপজেলা ওলামাদলের নেতৃবৃন্দ সম্মেলন ও কাউন্সিলের স্থান চকরিয়া সরকারি কলেজ মাঠ পরিদর্শন করে। সম্মেলনের স্থান পরিদর্শন করে ওলামাদলের নেতৃবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করে।