চকরিয়ায় চিংড়িঘের নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের গোলা গুলিতে শেখাব উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তি নিহতের ঘটনার তিনদিন পর গতকাল মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা হয়েছে।
উক্ত মামলায় উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বারকে আসামি করায় মানববন্ধন করেছে ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় নারী-পুরুষ।
গতকাল বিকাল ৫ টায় চকরিয়া পৌর শহরের নিউমার্কেট সামনে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে
কয়েক “শ”নারী পুরুষ মানববন্ধনে অংশ নেয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ জানায়, সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলম বাহিনীর অন্যতম সহযোগী নবী হোছন প্রকাশ গরু চোর নব্যা সম্প্রতি জেল থেকে জামিনে এসে চকরিয়া চিংড়ি জোন এলাকায় ত্রাসের রাজত্ব শুরু করে। তার বাহিনী দিয়ে একের পর এক চিংড়ি ঘের দখল ও হত্যা কান্ডে জড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সাহারবিল ইউনিয়নের আবাসন সংলগ্ন রাবার ড্যাম এলাকায় চিংড়িঘের নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষ ডাকাতদের গুলিতে শেখাব উদ্দিন নিহত হয়। শেখাব উদ্দিন সাহারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনজুর আলম প্রকাশ মনজুর বলির ছেলে। নিহতের তিনদিন পর তার স্ত্রী ছেনু আরা বেগমবাদী হয়ে ১৯ আগস্ট মঙ্গলবার চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বারকে ১৬ নং আসামি করে। তিনি ও উপস্থিত লোকজন মনে করেন, গরু চোর নবী হোছনের ঈন্দনে এ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক ভাবে মামলায় জড়িয়ে দিয়েছে।
উপজেলা কৃষক দলের আহবায়ক এম মহিউদ্দিন পুতু বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বারকে মামলা হতে অব্যহতি দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে।
জানাগেছে, নিহত শেখাব উদ্দিন চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে ২০১০ সালে আবদুল হামিদ, ২০১৭ সালে মাজু মার্ডার, ২০২৪ সালে মানিকপুর-সুরাজপুর ইউনিয়নে ডাবল মার্ডারসহ বিভিন্ন মামলায় আসামি ছিলেন।
মানববন্ধনে অংশ নেওয়া শত শত নারী পুরুষ বলেন, বিএনপি পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বারকে ষড়যন্ত্র মুলক ভাবে মামলায় জড়িয়ে দিয়েছে। অবিলম্বে মামলা থেকে আলী আহমদ মেম্বারের নাম বাদ দেওয়ার দাবী করা হয়েছে।