চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

লেখক: ভোরের কণ্ঠ
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখার আওতাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কুতুব উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলা বিএনপির সদস্য সচিব এম. মোবারক আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি মাস্টার সিরাজ উদ্দিন আহমদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন সিরাজী, সহ-সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম খোকন, সহ-সভাপতি মো. গোলাম কুদ্দুস ও নুরুল আবচার।

যুগ্ম সম্পাদক আবু তাহের ছিদ্দিকী, মাওলানা এহেছানুল করিম ও আকতার হোসেন।
সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আলম সাঈদ (১) ও ছরওয়ার আলম খোকন (২)।
অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক লিয়াকত হোসেন এবং দপ্তর সম্পাদক মৌলানা নুরুল ইসলাম নুরী।

ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ঘোষণার পরপরই দলীয় নেতাকর্মীরা আনন্দে উৎফুল্ল হয়ে মিষ্টি মুখ করান।