বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া পৌরসভা শাখার আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন আহ্বায়ক এডভোকেট মনোহর আলম ও সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু। বৃহস্পতিবার (২১ আগস্ট) যুবদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন উক্ত পৌরসভার কমিটি অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দলের দপ্তর সম্পাদক এ কমিটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন। কমিটি ঘোষিত হওয়ার পরে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নবগঠিত কমিটির সদস্য সচিব জিয়া উদ্দিন বাবলু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ আমাদের দু’জনকে যে গুরু দায়িত্ব দিয়েছে, তা অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেষ্ট থাকবো। পাশাপাশি পৌর যুবদলকে আরো গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাব। তিনি আরো বলেন, বহু প্রত্যাশিত পৌর যুবদলের কমিটি ঘোষণা করায় বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, সদস্য সচিব এম.মোবারক আলী, পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম, আবদুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানকে।