দীর্ঘদিন ধরে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটসংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ঝুপড়ি টং দোকানগুলো অবশেষে অপসারণ করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেদায়েত উল্যাহর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এসব দোকান সরিয়ে ফেলা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের জনবহুল পথটি দীর্ঘদিন ধরে দোকানিদের দখলে থাকায় রোগী ও পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগীদের অ্যাম্বুলেন্স যাতায়াত, জরুরি সেবা গ্রহণ ও স্বাভাবিক চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছিল এই অবৈধ দখল।
ইউএনও হেদায়েত উল্যাহ বলেন, “জনস্বার্থে এই অভিযান পরিচালিত হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানোই আমাদের মূল লক্ষ্য। এখন থেকে রোগী, শিক্ষার্থী ও স্থানীয়রা নির্বিঘ্নে চলাচল করতে পারবে।”
তিনি আরও জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে যেন আর কেউ অবৈধভাবে দোকান গড়ে তুলতে না পারে, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সজাগ থাকতে হবে।
*স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ফিরে এসেছে শান্ত পরিবেশ
* রোগী ও সাধারণ মানুষের চলাচল এখন বাধাহীন
* শিক্ষার্থীদের যাতায়াতের পথ হয়েছে নিরাপদ স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দীর্ঘদিন পর একটা দৃশ্যমান পরিবর্তন দেখা যাচ্ছে। আশা করি, এই পরিবেশ যেন স্থায়ীভাবে বজায় থাকে।”
এটি শুধু একটি উচ্ছেদ অভিযান নয়, বরং নাগরিক সুবিধা ফিরিয়ে দেওয়ার পথে প্রশাসনের একটি দায়িত্বশীল পদক্ষেপ। তবে এই সুফল ধরে রাখতে হলে স্থানীয় জনগণকেও সচেতন থাকতে হবে এবং যেকোনো অবৈধ স্থাপনা গঠনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।