ঈদগাঁওতে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলের উপকমিটির সভা অনুষ্ঠিত

লেখক: এম আবু হেনা সাগর, ঈদগাঁও
প্রকাশ: ২ সপ্তাহ আগে

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৫তম সীরাতুন্নবী (সা.) মাহফিলের উপকমিটি ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যায় ঈদগাহ কেজি স্কুল মসজিদে মুফতি মাওলানা মাঈন উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের ঈদগাঁও উপকমিটির সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফিলে সীরাতুন্নবী (স:) এন্তেজামিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক ও হযরত শাহ সাহেব কেবলার দৌহিত্র হযরত মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত। প্রধান বক্তা ছিলেন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফারুক হোসাইন।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম জিয়া, মাওলানা জমিল উদ্দিন, ইসলামাবাদ খোদাইবাড়ি এ,জি লুৎফুল কবির আদর্শ বালিকা মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান আজাদ, ঈদগাঁও বাস স্টেশন মসজিদ খতিব মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা ইউনুস বিন নাজির, ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের প্রধান শিক্ষক মাস্টার শহিদুল হক, ব্যবসায়ী আব্দুর রশিদ।

এসময় উপকমিটির প্রতিনিধি মাওলানা নেছার আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার শামসুল হক, ঈদগড় প্রতিনিধি মাওলানা আব্দুল আজিজ, পোকখালী প্রতিনিধি হারুন রশিদ, ঈদগাঁও বাজার প্রতিনিধি হাজী মোহাম্মদ সেলিম, ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদ, মাওলানা এনায়েত উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ঈদগাঁও ইউনিয়ন সভাপতি আলী হোসাইন জিশান, সেক্রেটারী রুবেল মাহমুদ রনি, অর্থ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ঈদগাঁও ইউনিয়ন যুব বিভাগের সেক্রটারী মুহাম্মদ সানা উল্লাহ,অফিস সম্পাদক আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী মৌলভী নুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও বাস স্টেশন সভাপতি মুহাম্মদ কামাল হোসেন, ঈদগাঁও লোড আনলোড সেক্রেটারি শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম ও গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ মহসিন জানান, দ্রুত সময়ে উপকমিটি করা হবে।