কক্সবাজারের ঈদগাঁওয়ের পোকখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোকখালি ইউনিয়নের দক্ষিণ নাইক্যংদিয়ায় নিহত শিশু মাজেদুল ইসলাম মাহিন ( ৩) ওই এলাকার সৌদি প্রবাসী আবু শামা’র পুত্র।
স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম বলেন, কয়েকদিন আগে বাড়ির উঠানে নতূন নলকূপ স্থাপন করার জন্য গর্ত খোড়া হয়। নলকূপের কাজ শেষ হলেও গর্তটি খোলা ছিল। খেলার সময় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।