চকরিয়ায় পুলিশের অভিযানে চোরাই এসিসহ আটক ২

লেখক: ভোরের কণ্ঠ
প্রকাশ: ১ সপ্তাহ আগে

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে চোরাইকৃত এসির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৭ আগষ্ট) সকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম কাইয়ুম (২৪) ও মোহাম্মদ রুবেল (৩২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এদের বিরুদ্ধে চকরিয়া থানায় দায়েরকৃত মামলা নং-২৩, জিআর নং-৩৯৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।