দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) ও ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে নৌবাহিনী।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে গতকাল ২৬ আগষ্ট দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দল নিকটস্থ পাহাড়ে পালিয়ে গেলেও তাদের ফেলে রাখা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটারগান) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে নৌবাহিনীর আভিযানিক দলটি মহেশখালী পৌরসভার বরুনাঘাট এলাকায় একটি চিংড়ি ঘেরের ঝুপড়ি ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঝুপড়ি ঘরটি তল্লাশি করে ১টি চায়নিজ কুড়াল, ৩টি রামদা ও ১টি দেশীয় ক্রিজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।