গণঅধিকার পরিষদের তিন দফা দাবি

লেখক: ভোরের কণ্ঠ
প্রকাশ: ৬ দিন আগে

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধসহ তিন দফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার রাজধানীর বিজয়নগরে আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে এ দাবি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

তাদের ঘোষিত তিন দফা দাবি হলো—

১. সেনাবাহিনী ও পুলিশের যৌথ হামলার সুষ্ঠু তদন্তে আজকের মধ্যেই একটি কমিটি গঠন করতে হবে।
২. হামলা ও ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
৩. আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

 

দাবি উত্থাপনের পর রাশেদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি যমুনা ও সচিবালয় ঘেরাওয়েরও হুমকি দেন।