চকরিয়া উপজেলা নবগঠিত ছাত্রদলের স্বাগত মিছিল

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ৩ দিন আগে

 

কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় চকরিয়া উপজেলা ছাত্র দলের উদ্যোগে সিস্টেম কমপ্লেক্সের সামনে সমাবেশ ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক রেজাউল করিম বাপ্পির সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও বর্তমান চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চকরিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বরইতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, সাবেক চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মানিক ,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম গিয়াস উদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন, সাবেক চকরিয়া যুবদল সভাপতি এ এম ওমর আলী ও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ফোরকান ।এছাড়া স্বাগত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন,সাবেক চকরিয়া উপজেলা যুবদল সভাপতি নূরুল হক রিটু, পৌর বিএনপির যুবদল সভাপতি এডভোকেট মনোহর আলম মনু, সাবেক চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিস, সাবেক সাধারণ সম্পাদক নূরুল আবছার রিয়াদ, পৌর সভা ছাত্রদলের আহবায়ক সাইমুল হাসান জামশেদ,সদস্য সচিব সাইফুল ইসলাম স্বাধীন, চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাহাদাত নাদিম অভি ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম জাহেদ ও ডুলাহাজারা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক রেজাউল করিম হৃদয় প্রমুখ।এদিন সংক্ষিপ্ত সমাবেশ শেষে সিস্টেম কমপ্লেক্স থেকে এক বিশাল স্বাগত মিছিল শুরু হয়ে চকরিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছিদ্দিক ফিলিং চত্বরে এসে স্বাগত মিছিলের সমাপ্তি ঘোষণা হয়।