কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া ট্রেন পটিয়া লাইনচ্যুত

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ২ দিন আগে

কক্সবাজার থেকে ঢাকামুখী আন্ত:নগর ট্রেন পর্যটক এক্সপ্রেসের বাফার হুক ভেঙে যাওয়ায় ইঞ্জিনের সঙ্গে ১৮টি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার রাত ৮টার কিছু সময় পরে দোহাজারী অতিক্রম করে পটিয়ায় ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে বলে পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) কামরুজ্জামান জানান।

ট্রেনের বগিগুলোকে সেখান থেকে নিয়ে আসার জন্য চট্টগ্রাম থেকে নতুন একটি ইঞ্জিন পাঠানো হয়েছে।

পর্যটক এক্সপ্রেস রাত ৮টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। মাঝখানে এটি চট্টগ্রামে বিরতি দেয়।

পূর্ব রেলের ডিটিও (বিভাগীয় পরিবহন কর্মকর্তা) আনিসুর রহমান  বলেন, ইঞ্জিনের সঙ্গে ট্রেনটির বগিগুলো সংযুক্ত করার যে যন্ত্র সেটি ভেঙে যাওয়ায় কোচগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন করে একটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

রাত ১২টা পর্যন্ত পর্যটক এক্সপ্রেস ওই এলাকাতেই ছিল।

এর আগে ২৬ জুলাই কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের হুক ভেঙে গিয়ে একটি বগি বিচ্ছিন্ন হয়। তখন সেটিকে রেখেই ট্রেনটি গন্তব্যের পথে ছুটে যায়।