মহেশখালী থানার অফিসার ইনচার্জ মঞ্জরুল হকের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মহেশখালী জেটিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৩জনকে আটক করা হয়।
আটককৃত সাইফুল ইসলাম (৩৩) পিতা ছৈয়দ হোসেন কক্সবাজার শহরের পাহাড়তলীর বাসিন্দা এবং গোলবাহার বেগম (৬০) ও দিলদার বেগম (৫৩), তারা উভয়ের বাড়ি এসএমপাড়া আলিরজাহাল কক্সবাজার বলে জানা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ২টি একনলা বন্দুকসহ ২জন নারী ও ১জন পুরুষকে আটক করা হয়।
আটককৃতরা কক্সবাজারের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।###