দুদকের গণশুনানি সফল করতে শেরপুরের সাংবাদিকদের সাথে মত বিনিময়

লেখক: মোঃছামিউল আলম শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: ৪৯ minutes ago

 

“দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবাজদের ধরতে এবং তাদের তথ্য নিতে দুর্নীতি দমন কমিশন বা ‘দুদক’ শেরপুরে প্রকাশ্যে গণ শুনানির আয়োজন করেছে। আগামী ৮ সেপ্টেম্বর সোমবার সকালে নয় টার সময় শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রকাশ্যে এক গনশুনানির আয়োজন করেছে শেরপুর ও জামালপুর জেলার সমন্বিত দুদক কার্যালয়।

এতে প্রধান অতিথি থাকবেন ‘দুদক’ এর কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
এ সময় জেলার সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে  গণশুনানিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করবেন। একই সাথে অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। ০৩ সেপ্টেম্বর বুধবার রাতে শেরপুর প্রেসক্লাবের একাংশের সাথে শেরপুর নিউমার্কেট ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং মিলনায়তনে এক মতবিনিময় সভায় সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক  মোঃ আবু সাঈদ জানিয়েছেন।
এসময় সমন্বিত জেলা কার্যালয় জামালপুর এর সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, উপ-সহকারী পরিচালক মোঃ জিহাদুল ইসলাম ও মোঃ আতিউর রহমান উপস্থিত ছিলেন।

শেরপুর প্রেসক্লাবের একাংশের সভাপতি এস এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল,সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম, সহ সভাপতি আসাদুজ্জামান মুরাদ,সাংগঠনিক সম্পাদক বুলবুল আহাম্মেদ, দপ্তর সম্পাদক মারুফুর রহমান মারুফ, আলোকিত বাংলাদেশের শেরপুর জেলা প্রতিনিধি মোঃছামিউল আলম প্রমুখ।
সাংবাদিকরা এ সময় শেরপুরে বিভিন্ন দুর্নীতিবাজ এবং বিভিন্ন সরকারি দপ্তরে ঘুষ বাণিজ্য, হয়রানি ও অনিয়মের বিষয়ে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত দুদক কর্মকর্তাদের কাছে আহ্বান জানান।
এদিকে দুদক এর সমন্বিত শেরপুর ও জামালপুর জেলার উপ-পরিচালক আবু সাঈদ বলেন, ৫ আগস্ট এর আগের দুদক এবং ৫ আগস্ট এর পরের দুদক অনেক পার্থক্য রয়েছে। আমরা এখানে দুর্নীতিবাজ, ঘুষখোর ও অনিয়মকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে শেরপুরের বেশ কয়েকজন দুর্নীতিবাজের তদন্ত চলমান রয়েছে তাদের বিষয়ে সর্বশেষ তথ্য খুব শীঘ্রই জানানো হবে। এছাড়া ৮ সেপ্টেম্বর (সোমবার) গণশুনানিতে শেরপুরের সাধারণ মানুষ যেন উদ্বুদ্ধ হয় দুর্নীতিবাজদের তথ্য দিতে সে বিষয়ে সাংবাদিকদের প্রচারণার মাধ্যমে সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় শেরপুর প্রেস ক্লাবের একাংশের অন্যান্য কর্মকর্তা, সাধারণ সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।