ঈদগাঁও উপজেলার কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় ডা: মো: ইউসুফ আলীর 

লেখক: এম. আবু হেনা সাগর
প্রকাশ: ৩ ঘন্টা আগে

ঈদগাঁও  ঈদগাঁও উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করলেন মডেল হাসপাতাল।

৫ সেপ্টেম্বর বাদে জুমা নবনির্মিত হাসপাতালের দ্বিতীয় তলায় হাসপাতালে অর্থ পরিচালক মাও: আবু বক্করের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা করেন ঈদগাহ মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো: ইউসুফ আলী।

এই মতবিনিময় সভায় শুরুতে কোরআন তেলোয়াত করেন হাসপাতাল ওয়ার্ড বয় আতিকুর রহমান। হাসপাতাল ম্যানেজার আবু বকরের পরিচালনা এসময় উপস্থিত ছিলেন ডা:মো: ইউসুফ আলীর পিতা মো: সুলাইমানসহ উপজেলার আওতাধীন গণমাধ্যমকর্মীরা।

সভায় মতামত পেশ করে সাংবাদিক আনোয়ার হোসেন, সেলিম উদ্দিন, রেজাউল করিম,মনসুর আলম, মিজবাহ উদ্দীনও মিজানুর রহমান।  বক্তব্যে ইউসুফ আলী বলেন, এই হাসপাতালটি আমার একার নয়, এটি উপজেলার আওতাধীন আলেম ওলামাদের টাকায় প্রতিষ্ঠিত ঈদগাহ মডেল হাসপাতাল। বতমানে পাঁচ কোটি টাকার কাজ চলমান হাসপাতালে।

 

নতুন ভবনের কোন স্থানে কি সুবিধা তাঁর বিষদ বর্ণনাও দেন। সভা শেষে সাংবাদিকদের নতুন ভবনও ঘুরে দেখান। উল্লেখ,১৪/১৫ সাল পযন্ত ঈদগাঁওর গরু বাজার এলাকায় ডায়াবেটিস কেয়ার সেন্টারের নামে প্রতিষ্ঠিত ছিল,পরবর্তীতে ২০১৬ থেকে এ পযন্ত ঈদগাহ হাইস্কুল গেইট সংলগ্ন নিউ মার্কেটে ঈদগাহ মডেল হাসপাতাল নামে চিকিৎসা সেবা দিয়ে আসছে। চলতি বছরের ডিসেম্বরে বাজার এর দক্ষিণ পাশে নতুন ভবনে স্থানান্তরিত করার কথাও জানান।