কক্সবাজার সদরের চৌফলদণ্ডীর নতুন মহাল মাঝের পাড়ায় একরাতে গোয়ালঘর থেকে ৬টি গরু ও স্থানীয় মাদ্রাসা থেকে ৮টি বৈদ্যুতিক ফ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগীরা জানান, রাতের অন্ধকারে চোরেরা বাড়ির আঙিনায় প্রবেশ করে গোয়ালঘর থেকে গরু নিয়ে যায়। একই রাতে মাদ্রাসার ক্লাসরুমে ঢুকে ৮টি ফ্যান খুলে নেয়। সকালে গরু,ফ্যান দেখতে না পেয়ে গৃহস্থ ও মাদ্রাসা কর্তৃপক্ষ হত বাক হয়ে যান।
এলাকাবাসী অভিযোগ করেন, কয়েকদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এতে স্থানীয়রা নিজেদের জানমাল নিয়ে শঙ্কায় রয়েছেন।
স্থানীয়রা আরো জানান,সম্প্রতি এলাকায় মাদক সেবীও কারবারীদের দৌরাত্ম্য বেড়েছে। তাদের কারণে সাধারণ মানুষ নিরাপদ নয়।
চোর চক্রকে শনাক্ত করণের ব্যবস্থাসহ চোর ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গড়ার দাবি জানালেন এলাকাবাসী উদ্বর্তন সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট।