ঈদগাঁও উপজেলার পোকখালীতে ছাত্রীদের নিয়ে অশ্লীল টিকটক ভিডিও বানানোর অভি যোগে দুই কিশোর জনতার হাতে শাস্তি পেল।
গতকাল সকালে ক্ষুব্ধ ছাত্র-জনতা তাদের মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা ঝুলিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে ভিড় জমান এলাকাবাসী।অভিযুক্ত দুই কিশোর হল রায়হান ও রবিউল।
স্থানীয়রা জানান, দুই দিন আগে পোকখালী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ওই দুই কিশোর বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্য করে টিকটক বানায় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওটি ভাইরাল হলে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার সকালে স্কুল খোলার আগে ছাত্র-জনতা তাদের আটক করে বিদ্যালয়ের শহীদ মিনারে এনে মাথা ন্যাড়া করে ও জুতার মালা পরিয়ে দেয়। পরে জব্দকৃত মোবাইলসহ তাদের বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম শফি বলেন,“আমি স্কুলে পৌঁছানোর আগে এলাকা বাসী ও সাবেক ছাত্ররা তাদের ধরে এনে শাস্তি দেয়। পরে আমি মোবাইল জব্দ করি এবং ইউএনওকে অবহিত করি। পরবর্তীতে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে দু-কিশোর কে ছেড়ে দেওয়া হয়েছে।”
এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা ক্ষোভ প্রশমিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর শাস্তির দাবি অব্যাহত রয়েছে।