বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে পি’স্তল,৯০ রা’উন্ড গু’লিসহ যুবক আ’টক

লেখক: মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা (যশোর )প্রতিনিধি
প্রকাশ: ২১ ঘন্টা আগে

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল এলাকায় ৪৯ বিজিবির সদস্যরা এ অভিযান চালান।

আটককৃতরা হলেন—ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। তারা ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা।

৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে কাঁচা মরিচবাহী ট্রাকটি বাংলাদেশে প্রবেশের সময় তল্লাশিতে চালকের কেবিন থেকে একটি ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

অস্ত্র ও গুলি বাংলাদেশে আনা নিষিদ্ধ হওয়ায় এগুলো জব্দ করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।