ছিনতাইকারী সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী সন্দেহে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে ওই এলাকার ক্রাউন রেডিমিক্স সিমেন্ট ফ্যাক্টরির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে থানায় নেওয়া হয়েছে।
নিহত সাজ্জাদ আদমজীনগর নয়াপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। স্বজন ও স্থানীয়রা জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তিনি প্রতিদিন আইলপাড়া এলাকায় হাঁটাচলা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে কারখানার সামনে ক্রাউন সিমেন্টের একটি ট্রাকে সাজ্জাদ ঢিল মারেন। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। পরে চালক-হেলপারসহ কারখানার লোকজন মিলে সাজ্জাদকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে মরদেহ টেনেহিঁচড়ে কারখানার ভেতর নেওয়া হয়। রোববার সকাল ১০টার দিকে ক্রাউন রেডিমিক্স সিমেন্টের কারখানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় স্থানীয়রা কারখানায় হামলা চালিয়ে একটি প্রাইভেটকার ও তিনটি মিক্সার গাড়ি ভাঙচুর করে। পুলিশ কারখানার ব্যবস্থাপক মুরাদ হোসেন, নিরাপত্তা প্রহরীসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শাহীনূর আলম জানান, এ ঘটনায় রোববার রাত ৯টা পর্যন্ত মামলা হয়নি।