রামুতে পিকআপ-টমটম সংঘর্ষে যুবকের মৃত্যু

লেখক: মোঃ নাছির উদ্দিন, রামু (কক্সবাজার)
প্রকাশ: ৮ ঘন্টা আগে

কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা বাজার এলাকায় পিকআপ ভ্যান ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আনিস (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনিস কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের  মৃত ইউসুফ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলন্ত একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে টমটমে থাকা আনিস গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। রামু হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেন এবং পিকআপ গাড়িটি জব্দ করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।