ঈদগাঁওর সরকারী নিবন্ধিত সামাজিক সংগঠন যুব ঐক্য পরিবারের উদ্যোগে প্রথমবার উদ্বোধন করা হয়েছে বিশুদ্ধ কোরআন শিক্ষা ও নামাজ প্রশিক্ষনের।
১১ই সেপ্টেম্বর (শুক্রবার) সকাল সাড়ে দশটায় সংগঠনের নিজস্ব অফিসে এ মহতি কার্যক্রমের উদ্বোধন হয়। এতেই প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে আগত সংগঠনের সদস্যও বাহিরের লোক জনদেরকে প্যাকটিকেল নামাজ প্রশিক্ষন প্রদান করেন- হুফ্ফাজুল কোরআন সংস্থা,জেলা শাখা সাধারণ সম্পাদক হাফেজ মিজানুল হক।
স্বাগত বক্তব্য রাখেন-ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর। অংশ নেন-সংগঠন সভাপতি রেহেনা আকতার কাজল,
দপ্তর সম্পাদক মামুনর রশিদ রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, নব সদস্য সাজেদ কামাল,মিন্টু,জয়নাল,মুজিবও ফয়সাল
সহ আরে অনেকে।
প্রশিক্ষনা্থীদেরকে সংগঠনের পক্ষ থেকে টুপি ও নামাজ শিক্ষা বই উপহার সরুপ প্রদান করা হয়েছে। হুজুরের চমৎকার কন্ঠে সুন্দর পরিসরে নামাজের প্রশিক্ষন করায় উপস্থিতরা সাধুবাদ জানান তাকে। প্রতি শুক্রবার এটি ধারাবাহিক চলমান রাখার প্রতিও মত প্রকাশ করা হয়েছে।