চকরিয়ায় মেম্বার আকতার আহমেদের উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা সম্পন্ন

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ২ ঘন্টা আগে

চকরিয়া কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ ০৫ নং ওয়ার্ডের মেম্বার আকতার আহমদ এর ব্যক্তিগত উদ্যোগে ফ্রি চিকিৎসা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর) সারাদিন এভারগ্রীন হাসপাতালের অধিনে শতাধিক গাইনি, এলার্জি, চক্ষু, মেডিসিন রোগীদের চিকিৎসা দিয়েছেন ডা: ফয়সাল আহমেদ, ডা: সুমাইয়া শারমিন প্রমা, ডা: মো: এন হোছাইন সাকিব।

সেবাপ্রাপ্তিরা জানান,গ্রামের মানুষ ভালো ডাক্তারদের চিকিৎসা না পাওয়ায় তারা হতাশ ছিলো, তবে এই ফ্রী মেডিক্যাল ক্যাম্প পেয়ে তারা অত্যন্ত খুশি।
এই বিষয়ে ডাক্তাররা বলেন, অধিকাংশ রোগীরা ডায়াবেটিস, প্রেশার, চর্ম,যৌন, এলার্জি, হাঁড়ের ব্যাথা, মাথাব্যথা, স্নায়ু রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েও সঠিক চিকিৎসা পাচ্ছে না, তাই আমরা টিম করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে সেবা দিয়ে যাচ্ছি। এতে অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পরামর্শ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা, শিশু ও মহিলাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।

এই বিষয়ে স্থানীয়রা বলেন, গ্রামাঞ্চলে প্রায়ই অসুস্থ হলেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তবে এই ধরনের আয়োজন মাঝেমধ্যে হলে সাধারণ জনগণের স্বস্তি ফিরবে সেই সাথে তারা ভালো একটা ফ্যাসিলিটি পাবে।

এম.ইউপি আকতার আহমদ বলেন, ক্যাম্পে আগাত শতাধিক নারী-পুরুষ সেবা গ্রহণ করেন এবং যথাযথ চিকিৎসা নিয়ে সুস্থ থাকার আহবান জানান। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পালন করতে যাচ্ছি। আগামীতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।