চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের মালামাল লুটের অভিযোগ

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ৪ ঘন্টা আগে

চকরিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের বিরুদ্ধে মালামাল লুটের অভিযোগ করেন স্কুল কমিটির সাবেক সহসভাপতি কাউন্সিলর জাফর আলম কালু।

শনিবার (১৩ সেপ্টম্বর) সকাল দিকে এ ঘটনা ঘটে।
স্কুল কমিটির সাবেক সহসভাপতি কাউন্সিলর জাফর আলম কালু জানান, ১৮সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে, যে কমিটির নেতৃত্বে একটি ফাউন্ডেশন করা হয়েছে। ফাউন্ডেশনের নাম চকরিয়া ফাউন্ডেশন। চকরিয়া ফাউন্ডেশনই চকরিয়া ক্যামব্রিয়ান স্কুল পরিচালনা করে আসছে।
২০১১সালে চকরিয়া পৌরসভার খোদারকুম নামক এলাকায় ব্যবসায়ী ফরিদ আহমদ, বশির আহমদ ও মোঃ কাসেমের মালিকানাধীন ভবনে ভাড়ায় স্কুলটি পরিচালিত হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা নানা অনিয়মের অভিযোগে এডহক কমিটির আহবায়ক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। এমনকি বিদ্যালয়ে তালাও মারে। কিন্তু জোর করে থেকে যায় এডহক কমিটির আহবায়ক ও প্রধান শিক্ষক জহিরুল ইসলাম। একপর্যায়ে তারা স্কুলটি সরিয়ে নেওয়ার পায়তারা করে। এরই মধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে স্কুলটিতে একটি এডহক কমিটি চাপিয়ে দেওয়া হলে শুরু হয় নানা দ্বন্ধ।
জাফর আলম কালু আরও জানান, আমরা স্কুল ও ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুলটি না সরাতে ব্যবস্থা নিতে গত (৭সেপ্টম্বর) রবিবার চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছি।
শনিবার সকালে প্রধান শিক্ষক জহিরুর ইসলামের নেতৃত্বে স্কুলের সকল প্রকার প্রায় ৮লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি দাবী করেন-স্কুলটি নিয়ে তারা ছেলে খেলা করেছে, এতে করে স্কুলটির ভবিষ্যৎ যেমন অনিশ্চিত করেছে তেমনি ৫শত শিক্ষার্থীর শিক্ষাজীবনও শংকায় ফেলেছে।
অভিযুক্ত প্রধান শিক্ষক জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের সাথে কথা বলে স্কুলের মালামাল সরানো হয়েছে। লুটের অভিযোগ সত্য নয়।###