মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

লেখক: আরাফাত চৌধুরী
প্রকাশ: ২ ঘন্টা আগে

কক্সবাজারের মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টার সময় ইলিশিয়া লাল ব্রীজস্থ ইদমনি এলাকায় মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনিরের সভাপতিত্বে ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সদস্য সচিব সিকদার আতিক উল্লাহ সিদ্দিকীর সঞ্চালনায় উপরোক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সম্মেলন ও কাউন্সিল শুভ উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজার জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কক্সবাজার জেলা যুবদলের সভাপতি এডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল।

উক্ত সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিশান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহীম চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউছুপ বদরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সভাপতি সাব্বিরুল কাদের চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আজম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আলম জিকু,মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রুকন উদ্দিন মোহাম্মদ বাবর, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলামের সবুজ, কক্সবাজার জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম এবং কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা যুবদলের সদস্য ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটি সদস্য মোহাম্মদ মোকাদ্দেস, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য বুলবুল সিকদার, ঢেমুশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাইরাস চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এডভোকেট শাহেদ হোসেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আসিফ নেওয়াজ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আরিফ মোহাম্মদ অলি উল্লাহ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল কাইয়ুম সিকদার, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন যুবদলের সভাপতি আরফাত হোসেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আকিদুল হক চৌধুরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহামুদুর রহমান মানিক এবং বিএমচর ইউনিয়ন যুবদলের সভাপতি মাষ্টার মহি উদ্দিন প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতল ছিলেন।

সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্ত ঘোষণা করার পর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীদের বায়োডাটা জমা নেওয়া হয়। সকল পদের প্রার্থীগণ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। অর্থাৎ তিনি মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের নতুন কমিটি নিয়ে যে সিদ্ধান্ত দিবেন তা সকল পদের প্রার্থীগণ মেনে নিবেন।