পোকখালীতে শিশু নির্যাতনের ঘটনায় দুইজন হেফাজতে

রিপোর্টার: নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
প্রকাশ: 2 months ago

ঈদগাঁও উপজেলার পোকখালীতে আলোচিত শিশু নির্যাতনের ঘটনায় দুইজনকে জিজ্ঞাসা বাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, এক শিশুকে হাতে-পায়ে ও গলায় শেকল পরিয়ে নির্যাতন করা হচ্ছে।

নির্যাতিত শিশুটির নাম মিছবাহ্ উদ্দিন (১২)। সে পোকখালী ইউনিয়নের আয়রাবো টেক এলাকার মোস্তাক আহমদ ওরফে গুরা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দ্বিতীয় বিয়ের পর থেকে মোস্তাক আহমদ তার ছোট্ট ছেলেটির ওপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর রাত ১১টার দিকে মোস্তাকের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় শিশুটিকে উদ্ধার করে তারা। পরে তার সৎ মা ও সৎ বোনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।