মহেশখালীর কালারমার ছড়ায় শাহাদাত হোসেন দোয়েল নামের যুবককে গু’লি করে হ’ত্যা

লেখক: এইচ.এম আকতার মিয়া, মহেশখালী
প্রকাশ: ৪১ সেকেন্ড আগে

 

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় পারিবারিক বিরোধের জেরে শাহাদাত হোসেন ওরফে দোয়েল (৪৯) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা এলাকার মুজিব কিল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভোরের কন্ঠ -কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় দোয়েলকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, শাহাদাত হোসেন দোয়েলের সঙ্গে তার নিকট আত্মীয় সাদ্দামের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সাদ্দাম গুলি চালায় বলে অভিযোগ। নিহত দোয়েল কালারমারছড়ার খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের পুত্র এবং অভিযুক্ত সাদ্দাম একই বংশের মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে।