কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার ২৪ সেপ্টেম্বর রাত সাতটার দিকে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত হয়ে সদ্য সমাপ্ত বদরখালী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমবায় অফিসার মোঃ রমিজ উদ্দিন আহমদ, বদরখালী সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি সরওয়ার আলম সিকদার, সম্পাদক মঈন উদ্দিন, সহসভাপতি দিদারুল ইসলাম মজিদ, ৯টি ব্লকের নবনির্বাচিত পরিচালক (সদস্য) জাফর আলম, সাদ্দাম হোসেন, জিয়া উদ্দিন জিয়া, শওকত ওসমান, বিকেএম নুরুল কাইছার, শাহাব উদ্দিন শাকিল, আবুল হাসনাত মোঃ পারভেজ মামুন, কুতুব উদ্দিন ও বেলাল উদ্দিন।
গত ২০ সেপ্টেম্বর শনিবার বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির ত্রিবার্ষিক (২০২৫-২০২৮ মেয়াদে) নির্বাচন অনুষ্ঠিত হয়।
কুশল বিনিময় পরবর্তী নবনির্বাচিত কমিটির উদ্দেশ্য
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। অতএব সমিতির নবীন প্রবীণ সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে বদরখালী সমিতির সার্বিক অগ্রগতি উন্নয়ন এবং সভ্য পোষ্যদের অধিকার নিশ্চিতে নতুন কমিটিকে কাজ করতে হবে। সমিতির স্বার্থ তথা সভ্য পোষ্যদের অধিকার হরণ হয় এধরণের কর্মকাণ্ড থেকে নবনির্বাচিত কমিটির সবাইকে বিরত থাকতে হবে। আশাকরি নবনির্বাচিত কমিটি তাদের সুদক্ষ নেতৃত্বে বদরখালী সমিতির ঐতিহ্য ধরে রাখতে সফলতার সঙ্গে কাজ করবেন। ##