ঈদগাঁও জামায়াতের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

লেখক: এম আবু হেনা সাগর, ঈদগাঁও( কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২ ঘন্টা আগে

ঈদগাঁও ইউনিয়ন ৯নং ওয়ার্ড জামায়াতের কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি বৃহস্পতিবার বিকাল ভোমরিয়াঘোনা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম বাহাদুর। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, সহ-সেক্রেটারি তৈয়ব উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মো. হাকিম আলী, সহ-সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন ও ঈদগাঁও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আলী হোসাইন জিসান।

মাস্টার নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এরশাদুল হক, মাওলানা সরওয়ার কামাল, ওয়ার্ড সহ-সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি মোস্তাক আহমেদ,যুবনেতা মুজিবুল হক, শিবির নেতা তৌহিদ।