চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী, সামাজিক- মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহাসড়কের টিএমএসএসের চকরিয়া নিউ মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেন না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”
তারা আরও বলেন, ‘দেশের অত্যান্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। ব্যস্ততম এ সড়কে দুর্ঘটনা যেন এক নৈমিত্তিক ব্যাপার। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে, অনেকে কাতরাচ্ছে হাসপাতালে। অধিক যানবাহনের চলাচল, অথচ মহাসড়কটি প্রয়োজনের তুলনায় অধিক সরু ও সংকীর্ণ। প্রতিনিয়ত এত সড়ক দুর্ঘটনা অথচ কোনো টনক নড়ছে না প্রশাসনের। কর্তৃপক্ষের তদারকি থাকলেও মিলছে না কোনো যুগোপযোগী সুফল। নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। আর কত আহাজারি করলে, আর কত স্বজন হারালে কিংবা আর কত লাশ গণনা হলে প্রশাসনের সুদৃষ্টি আসবে।’ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটির চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট লুৎফুল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাস্তবায়ন কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও বাপা ‘র জেলা সভাপতি এইচ এম এরশাদ, জেলা আহবায়ক কমরেড গিয়াসউদ্দিন, সদস্য সচিব নাজিম উদ্দীন, জেলা সমন্বয়কারী করিমুল্লাহ কলিম,পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, সাধারণ সম্পাদক মাওলানা কুতুবউদ্দিন হেলালী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি। চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ ও সাবেক সভাপতি আবদুল মজিদ, চকরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদুল হক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংঘটনিক সম্পাদক শামসুল আলম, ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স এর সভাপতি মো: কামরুল হাসান, সফিনা আজিম, এডভোকেট জাফর আলম দিদার, সনাক চকরিয়া সভাপতি সন্তোষ কুমার সুশীল।
সদস্য সচিব অধ্যাপক হামিদুল ইসলাম মোর্শেদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, সাংবাদিক একেএম ইকবাল ফারুক, বাপা’র নেতা সাংবাদিক শেখ মোহাম্মদ হানিফ, মোহাব্বত চৌধুরী, শাহ মো: জাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলা সভাপতি মাওলানা শেখ আহমদ কবির, এডভোকেট সরওয়ার আলম, এড.মিজবাউল হক, চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান জিকু, নারীনেত্রী শাহানা বেগম, কো অর্ডিনেটর আলাউদ্দিন আলো, সদস্য সাংবাদিক তৌহিদুল ইসলাম, রুবেল সিকদার, দিদারুল আলম, কবি সাইফুল মোস্তফা, সাংবাদিক রুহুল কাদের, কফিল উদ্দিন, জুলফিকার আলি ভুট্টাে, রুনা আকতার, সাংবাদিক ফরিদা ইয়াছমিনসহ শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), চকরিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) চকরিয়া, পিএফজি, সুজন, কর্মনীড়, সচেতন নাগরিক কমিটি (সনাক), এডভোকেট্স এসোসিয়েশন, নিরাপদ সড়ক চাই (নিসচা), চকরিয়া ব্যবসায়ী সমিতি, মানব কল্যাণ ফাউন্ডেশন চকরিয়া, সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন, প্রবাসী কল্যান সমিতি চকরিয়া।