লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা মাসের কর্মসূচি ঘোষণা 

লেখক: ওসমান সরওয়ার ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩ ঘন্টা আগে

লায়ন্স ক্লাব জেলা ৩১৫ বি৪-এর উদ্যোগে ‘একতাতে সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে অক্টোবর সেবা মাসের কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে লায়ন্স গভর্নর মোসলেহউদ্দিন আহমেদ অপু সেবা মাসের উদ্বোধন করেন এবং বিশ্বব্যাপী লায়ন্স সদস্যদের সেবামূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।

দুপুরে লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কেক কেটে সেবা মাসের উদ্বোধন করে তিনি বলেন, বিশ্বের ২১০টি দেশে ৫০ হাজার ১০১ ক্লাবের মাধ্যমে প্রায় ১৪ লাখ লায়ন সদস্য দিন রাত সেবা কার্যক্রম পরিচালনা করছেন।

আমাদের জেলা ৩১৫ এর ৭টি লায়ন্স জেলার ৯৫০টি লায়ন্স ক্লাবের মাধ্যমে ২২ হাজার ১৫০ জন সদস্য সেবার কাজ করছেন। জেলার লায়ন সদস্য ৩ হাজার ৭২৩ জন।

তিনি বলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ভবনকে ঘিরে ১৫ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান তৈরির প্রক্রিয়া চলছে। অক্টোবর সেবা মাসে ১৫ উপজেলায় আই ক্যাম্পে ১ হাজার গরিব রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।

তিনি জানান, লায়ন্স চ্যারিটেবল চক্ষু হাসপাতালে শুরু থেকে ২১ লাখ ১৯ হাজার ৭১৭ জন রোগী সেবা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ২৭ হাজার ৩৪ জনকে অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা এ প্রতিষ্ঠানকে চক্ষু চিকিৎসায় সেন্টার অব এক্সিলেন্সে উন্নীত করতে চাই।

তিনি লায়ন্স ক্লাবের চাইল্ডহুড ক্যান্সার প্রতিরোধ, ক্ষুধা নিবারণ, ডায়াবেটিস সচেতনতা, পরিবেশ সুরক্ষা, শিক্ষাসামগ্রী বিতরণ, খতনা ক্যাম্প, নতিন ক্লাব প্রতিষ্ঠা, সাদা ছড়ি দিবস উদযাপন, ৬৬ জনকে লায়ন্স স্কলারশিপ প্রদান, বন্যার্তদের ত্রাণ বিতরণসহ ইত্যাদি সেবার কথা তুলে ধরেন। লায়ন এইচএম ওসমান সরওয়ারের পবিত্র কুরআন পাঠের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রেস কনফারেন্স কমিটির সদস্যসচিব লায়ন হাসান আকবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন মো. হারুন ইউসুফ। শুভেচ্ছা বক্তব্য দেন সদ্য সাবেক জেলা গভর্নর কোহিনূর কামাল, প্রথম ভাইস গভর্নর কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন আবু বকর সিদ্দিক, জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোরশেদ, নিশাত ইমরান সহ সাবেক ও বর্তমান লায়ন্স নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।