ঈদগাঁও পাহাড়ি জনপদ ঈদগড়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক পল্লী চিকিৎসককে আটক করেন পুলিশ। আটককৃতের সাহাব উদ্দিন।
তিনি দীর্ঘ দিন ধরে এলাকায় চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন। রামু থানার এসআই খোরশেদ আলম ও এএসআই শামসুদ্দিনের নেতৃত্বে ঈদগড় পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উল্লেখ যোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চিকিৎসক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে স্থানীয় এলাকায় একজন চিকিৎসকের এ ধরনের জঘন্য অপরাধে জড়িত থাকার ঘটনায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর দাবি, যারা সমাজ কে ধ্বংসের পথে ঠেলে দিতে চায়, তাদের যেই হোক না কেন,আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হোক। পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এমন অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।