কক্সবাজারের ঈদগাঁওর একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে এবার বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। গতকাল এ দিবসটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গনে।
দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ফিতা কাটাসহ শিক্ষকদের সম্মানে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এতে প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সহ কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।